বিএসএমএমইউতে হাড় ক্ষয়রোগের বিশেষ সেবা চালু

ডক্টর টিভি রিপোর্ট
2021-07-06 14:05:57
বিএসএমএমইউতে হাড় ক্ষয়রোগের বিশেষ সেবা চালু

বহির্বিভাগ-১-এর চারতলার ৪০৯ ও ৪১০ নম্বর কক্ষে এ সেবা দেয়া হবে

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হাড় ক্ষয়রোগের চিকিৎসায় বিশেষায়িত সেবা চালু হয়েছে।

আজ মঙ্গলবার হাসপাতালের বহির্বিভাগ-১-এর চারতলার ৪০৯ ও ৪১০ নম্বর কক্ষে ‘অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিক’ নামের এ সেবা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমাদের হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখা হচ্ছে। শিক্ষা ও গবেষণা কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিক চালু করা হলো। গড় আয়ু বাড়ায় দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। বয়স্কদের অধিকাংশ নীরব ঘাতক হাড়ের ক্ষয়রোগে ভুগছেন। অনেকে বুঝতেও পারেন না তারা এ রোগ হয়েছে।’

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘পুরুষের তুলনায় নারীরা হাড়ের ক্ষয়রোগে বেশি ভোগেন। কারও কারও কোমরের হাড় ভেঙে যায়। অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস ক্লিনিকে বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট চিকিৎসকরা হাড়ের ক্ষয়ে ভোগা রোগীদের উন্নত ও সর্বাধুনিক চিকিৎসাসেবা দিবেন। এর মাধ্যমে রোগীদের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এখন থেকে উন্নত গবেষণা ও থিসিসের জন্য বিশ্ববিদ্যালয় পুরস্কার দেবে।’

রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. মো. আবু শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: