করোনায় দিনাজপুর মেডিকেলের স্টাফ নার্সের মৃত্যু
১০ জুন তার করোনাভাইরাস শনাক্ত হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আশরাফ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২ জুলাই) রাত ১ টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর বয়স। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন আশরাফ আলীর করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তাঁকে নিজ কর্মস্থল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুন তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
এরপর ১ জুলাই ভোরে প্রথমে তাঁকে ইউনাইটেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২ জুলাই শুক্রবার দিবাগত রাত ১১টায় তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি।
আশরাফ আলীর গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিনুয়া গ্রামে।