খুলনার চার হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু
খুলনায় আরও ১৭ জনের মৃত্যু
খুলনার বিভাগের চার হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (০৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, আবু নাসের হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা মেডিকেল কলেস সূত্রে জানা যায়, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। যার মধ্যে রেডজোনে ১১৭ জন, ইয়োলোজোনে ৩০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।