ঢাকার পথে মডার্নার ২৫ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-30 20:56:32
ঢাকার পথে মডার্নার ২৫ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

করোনার টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া ২৫ লাখ করোনার টিকা দুটি ফ্লাইটে ঢাকায় আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করা এসব টিকা জুলাইয়ের ২ ও ৩ তারিখে ঢাকায় পৌঁছাবে।

অগ্রিম টাকা দিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনার টিকা পেতে চুক্তি করেছিল বাংলাদেশ। প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ওই টিকা আসার কথা ছিল।

চুক্তি অনুযায়ী এ বছরের শুরুর দিকে প্রথম দুই চালানে ৭০ লাখ টিকা এসেছিল। এরপর ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাদেশে টিকা আসা বন্ধ হয়ে যায়। দেশে বন্ধ হয়ে যায় গণটিকাদান কর্মসূচি।

এ পরিস্থিতিতে টিকা পেতে বিকল্প উৎসের সন্ধান করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকেও টিকা দেওয়ার অনুরোধ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে কোভ্যাক্সের আওতায় ইতোমধ্যে ফাইজারের ১০ লাখ টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। নতুন করে আসছে মডার্নার ২৫ লাখ টিকা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেলেও তা হাতে পাওয়ার দিনক্ষণ ঠিক হয়নি।

এদিকে চীন থেকেও করোনার টিকা আনছে বাংলাদেশ। প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা ‘শিগগিরই’ দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।


আরও দেখুন: