সৌদি-কুয়েতগামী প্রবাসীরা পাচ্ছেন ফাইজারের টিকা

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-29 21:26:41
সৌদি-কুয়েতগামী প্রবাসীরা পাচ্ছেন ফাইজারের টিকা

টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে গত ৩১ মে বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাচ্ছেন। ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে এই টিকাদান শুরু হবে।

এ কথা জানিয়ে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ।

তিনি বলেন, ‘ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টিন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। এ জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে তালিকা দিচ্ছে, সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করছি। ঢাকার সাতটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে।’

হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে গত ৩১ মে বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।


আরও দেখুন: