চুয়াডাঙ্গায় শতভাগ শনাক্তের তথ্য সঠিক নয়: জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
2021-06-24 12:16:56
চুয়াডাঙ্গায় শতভাগ শনাক্তের তথ্য সঠিক নয়: জেলা প্রশাসক

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

চুয়াডাঙ্গা জেলায় যে শতভাগ করোনা শনাক্তের তথ্য বেরিয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ডক্টর টিভিকে জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘জেলায় গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন পজিটিভ হয়েছে। শতভাগ শনাক্তের তথ্যটি সঠিক নয়।’

এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম আরও বলেন, ‘নেগেটিভ আসা নমুনাগুলো আরটিপিসিআর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরটিপিপিসির ল্যাবের নমুনাকে নেগেটিভ বা পজিটিভ বলা সম্ভব নয়। কাজেই সংখ্যার দিক দিয়ে সংবাদকর্মীদের মধ্যে কিছুটা ভল বুঝাবুঝি তৈরি হয়েছে।’

এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮২৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৯ জন। এখন জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলে এ পর্যন্ত জেলায় অন্তত ৯১ জন মারা গেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. আখতারুজ্জামান। মৃত দুজন হলেন, সদর উপজেলার কুন্দিপুর গ্রামের আতিয়ার রহমান ও জীবননগর পৌর এলাকার দৌলতগঞ্জপাড়ার সুফিয়া খাতুন।

এদিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫২টি মামলায় ৫৪ জনকে ৭৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুজনকে কারাদণ্ড এবং ৩০টি ইজিবাইক জব্দ করা হয়েছে।


আরও দেখুন: