স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা প্রস্তাব জমার সময় বাড়ল

অনলাইন ডেস্ক
2021-06-23 13:03:21
স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা প্রস্তাব জমার সময় বাড়ল

স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা প্রস্তাব জমাদানের সময় বৃদ্ধি

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অর্থ মঞ্জুরে গবেষণা প্রস্তাব জমার সময় বাড়িয়েছে। সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল সংক্রান্ত এ প্রস্তাব আগামী ১ জুলাই পর্যন্ত জমা দেয়া যাবে।

গতকাল মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মো. আহসান কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd) এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) থেকে মূল বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও নীতিমালা সংগ্রহ করা যাবে।

১ জুলাই বিকেল ৫টার মধ্যে নির্ধারিত প্রো-ফর্মা অনুযায়ী ইংরেজিতে প্রস্তুতকৃত প্রটোকল/গবেষণা প্রস্তাবের একটি সিডি বা পেনড্রাইভসহ খামের উপরে গবেষণার ক্ষেত্র উল্লেখ করে হার্ড কপি যুগ্ম-সচিব (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিবালয়ের তিন নম্বর ভবনের ২৯ নম্বর কক্ষে পাঠাতে হবে।

এছাড়া মহাখালী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিএমই ভবনের উপপরিচালক বরাবরও এ প্রস্তাবনা পাঠানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আরও দেখুন: