ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-22 21:32:52
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ঢাকার সঙ্গে মঙ্গলবার রাত ১২টার পর থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হচ্ছে।

ঢাকায় সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় কোনো ট্রেন ঢুকবে না, বেরও হবে না। তবে চট্টগ্রাম থেকে সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরের পথের ট্রেন চলাচল করবে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকার আশপাশের চারটি জেলাসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ বিধিনিষেধ চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

এই সাত জেলা হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না।

গত কয়েকদিন থেকে দেশে করোন সংক্রমণের তীব্রতা আরও প্রকট হচ্ছে। মঙ্গলবার সকাল নাগাদ ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৭৬ জন।


আরও দেখুন: