ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকর

অনলাইন ডেস্ক
2021-06-22 21:10:09
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকর

ভারতের ওষুধ প্রশাসন সবুজ সংকেত দিলেও আন্তর্জাতিক পর্যায়ে এই টিকা এখন পর্যন্ত কোভিড প্রতিরোধী হিসেবে অনুমোদিত নয়।

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে ৭৭ দশমিক ৮ শতাংশ কার্যকর ভারত বায়োটেকের উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন।

ভারতজুড়ে ওই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে কোম্পানিটি।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্যাদিসহ ফলাফলের রিপোর্ট অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

ভারত বায়োটেক জানিয়েছে, তৃতীয় পর্যায়ে ২৫ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবীর ওপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। গত সপ্তাহান্তে ডিসিজিআই দপ্তরে টিকার তৃতীয় পর্বের ট্রায়াল রিপোর্ট জমা দেন তারা।

ওই রিপোর্ট পর্যালোচনা করে ডিসিজিআই’র সাবজেক্ট এক্সপার্ট কমিটি। মঙ্গলবার তাতে কমিটির সবুজ সংকেত পাওয়া গেল।

ডিসিজিআই’র পর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এবার এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাবে বলে আশা করছে ভারত বায়োটেক কর্তৃপক্ষ।

অবশ্য কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালেই ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য গত বছর তা অনুমোদন পেয়েছিল। ট্রায়াল সম্পন্ন হওয়ার আগেই এই টিকা প্রয়োগের সরকারি সিদ্ধান্ত তখন সমালোচনার মুখে পড়েছিল।

ভারতের ওষুধ প্রশাসন সবুজ সংকেত দিলেও আন্তর্জাতিক পর্যায়ে এই টিকা এখন পর্যন্ত কোভিড প্রতিরোধী হিসেবে অনুমোদিত নয়।


আরও দেখুন: