দেশে স্ট্রোকে আক্রান্ত নারীর চেয়ে পুরুষ দ্বিগুণ

অনলাইন ডেস্ক
2021-06-21 21:43:08
দেশে স্ট্রোকে আক্রান্ত নারীর চেয়ে পুরুষ দ্বিগুণ

শনাক্ত ২৮৮ রোগীর মধ্যে ৭৯.৭ ভাগ রোগী ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত।

বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত রোগীদের মধ্যে নারীর চেয়ে পুরুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। আর আক্রান্ত প্রতি হাজার রোগীর ৩০ জনের বেশিই ষাটোর্ধ্ব।

স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত অপ্রকাশিত গবেষণাপত্রের সার্ভার ওয়েবসাইট মেডআরএক্সআইভি (medrxiv) তে প্রকাশিত এক সমীক্ষায় এমন চিত্র মিলেছে।

দৈবচয়নের ভিত্তিতে দেশের ৮টি প্রশাসনিক বিভাগ এবং ৬৪টি জেলার ২৫ হাজার ২৮৭ জনের ওপর দুই ধাপে এ সমীক্ষা চালানো হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দফায় ৫৬১ জন সন্দেহভাজন স্ট্রোকের রোগী পাওয়া যায়। দ্বিতীয় ধাপে ২৮৮ জন স্ট্রোকের রোগী শনাক্ত হয়।

দ্বিতীয় ধাপে দেখা যায়, প্রতি হাজারে ১১.৩৯ জন স্ট্রোকে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে নারীর (৮.৬৮) চেয়ে পুরুষ (১৩.৬২) প্রায় দ্বিগুণ। প্রতি এক হাজার রোগীর ৩০.১০ জন ষাটোর্ধ্ব।

সবচেয়ে বেশি স্ট্রোকের রোগী ময়মনসিংহ বিভাগে। প্রতি হাজারে ১৪.৭১ জন। আর সবচেয়ে কম রাজশাহী বিভাগে। প্রতিহাজারে ৭.৬২ জন। শহরের চেয়ে গ্রামে স্ট্রোক আক্রান্ত রোগী প্রতি হাজারে দশমিক ৭৮ জন বেশি।

মোট শনাক্ত ২৮৮ রোগীর মধ্যে ৭৯.৭ ভাগ রোগী ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত। আর ১৫.৭ ভাগ হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত। বাকি ৪.৬ ভাগ রোগী সাবঅ্যারাকনয়েড হেমোরেজিকে আক্রান্ত।

স্ট্রোকে আক্রান্ত অধিকাংশ রোগী (৭৯.২ শতাংশ) উচ্চরক্তচাপে ভুগছেন। এছাড়া রয়েছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা (ডিসলিপিডেমিয়া), কোনো উপায়ে তামাক সেবন, ডায়াবেটিস এবং ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্ত।

এই গবেষণা স্ট্রোকের ঝুঁকিগুলো নিরূপনে চিকিৎসকদের সহায়তা করবে। এছাড়া স্ট্রোক চিকিৎসায় ব্যবস্থা গ্রহণে দেশের কোন অঞ্চলের জন্য কী করতে হবে সে বিষয়ে নীতিনির্ধারকরা সহজে সিদ্ধান্ত পারবেন।


আরও দেখুন: