স্বাস্থ্য সচিবের পিতা মোজাম্মেল হোসেন আর নেই
স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের পিতার মৃত্যুতে মন্ত্রণায়লের শোক প্রকাশ
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার পিতা মোজাম্মেল হোসেন আজ সোমবার ভোর ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে রাজধানীর হৃরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মন্ত্রণালয়ের পক্ষথেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
স্বাস্থ্যসচিবের বাবা মোজাম্মেল হোসেনের জানাজা বাদ আসর তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামে অনুষ্ঠিত হবে।
বিষয়টি ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার। স্বাস্থ্যসচিবের বাবার মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, মোজাম্মেল সাহেব এলাকার গণমান্য ব্যক্তি ছিলেন। আমরা একজন খুব ভালো মানুষকে হারালাম।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।