রাজশাহীতে বেড়েই চলছে করেনায় মৃত্যু

অনলাইন ডেস্ক
2021-06-21 12:13:45
রাজশাহীতে বেড়েই চলছে করেনায় মৃত্যু

রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত হয়ে এবং বাকি সাততজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৯ জন। এর মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর একজন রয়েছেন। গতকাল (রবিবার) সকাল ৯টা থেকে আজ (সোমবার) সকাল নয়টা পর্যন্ত এই মৃ্ত্যু হয়েছে।

আজ সোমবার (২১ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি ও মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৩৬৮ টি নমুনা পরীক্ষায় করা হয়। এর মধ্যে হাসপাতালে ৭০ জনের এবং কলেজ ল্যাবে ১৭৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ১৯ ভাগ।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৬২ জন। হাসপাতালটির ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৬ জন। এরমধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২৬ জন, করোনাক্রান্ত রয়েছেন ১৮০ জন। এছাড়া মোট ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


আরও দেখুন: