স্বর্ণপদক পেলেন কিডনির ৫ চিকিৎসক

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-20 21:26:37
স্বর্ণপদক পেলেন কিডনির ৫ চিকিৎসক

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘গোল্ড মেডেল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশে করোনাকালীন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কিডনির পাঁচ চিকিৎসক স্বর্ণপদক পেয়েছেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোববার এই সম্মাননা দেওয়া হয়েছে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সীমিত পরিসরে এই ‘গোল্ড মেডেল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পদকপ্রাপ্ত পাঁচ চিকিৎসক হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মুহিবুর রহমান, জাতীয় কিডনি হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী চৌধুরী, বিএসএমএমইউ’র কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আছিয়া খানম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজামুদ্দিন চৌধুরী।

অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, দেশে এ ধরনের আযোজন চিকিৎসকদের অন্যান্য সংগঠনগুলোর করা উচিত। এতে চিকিৎসকরা উৎসাহিত হবেন।

আয়োজকরা বলছেন, স্বাস্থ্য সেবায় যারা অসামান্য অবদান রেখেছেন, তাদের উৎসাহ দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে।

কিডনি চিকিৎসায় অবদানের সীকৃতি স্বরূপ বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ২০১৯ থেকে এ পর্যন্ত ৯ চিকিৎসককে স্বর্ণ পদক প্রদান করেন। চলতি বছর চট্টগ্রাম অঞ্চলের আরও ৪ চিকিৎসককে এ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।


আরও দেখুন: