চিকিৎসায় প্রযুক্তির অপ্রয়োজনীয় ব্যবহার ক্ষতিকর

দেলাওয়ার হোসাইন দোলন
2021-06-20 19:46:30
চিকিৎসায় প্রযুক্তির অপ্রয়োজনীয় ব্যবহার ক্ষতিকর

অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নানা সমস্যা সৃষ্টি করতে পারে

চিকিৎসায় প্রযুক্তির অপ্রয়োজনীয় ব্যবহার রোগীর শরীরিক ও মানসিক নানা সমস্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এটিএম হাছিবুল হাসান ডক্টর টিভিকে বলেন, মানুষ সামান্য প্রয়োজনেই প্রযুক্তির অপব্যবহার করছে- এক্সরে করছে, সিটি স্ক্যান করছে যা শরীরের জন্য মোটেই ঠিক নয়।

তিনি বলেন, সব কিছুরই একটা ভালো ও খারাপ দিক রয়েছে। প্রযুক্তির ব্যবহারে মানুষের রোগ বালাই বাড়ছে। এ নিয়ে খুব বেশি গবেষণা না থাকলেও অনেক ক্ষেত্রেই ঝুঁকির প্রমাণ পাওয়া যাচ্ছে।

দেশে বর্তমানে ব্রেন টিউমার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে এই হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহা. আরিফ রেজা ডক্টর টিভিকে বলেন, এর পেছনে দুটি কারণ থাকতে পারে। জীবনযাত্রার পরিবর্তন আর প্রযুক্তির ব্যবহার।

তিনি আরও বলেন, ব্রেন টিউমার হলে বা লক্ষণগুলো দেখা দিলে, খুব দ্রুতই চিহ্নিত করতে হবে। দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা দিলে ব্রেন টিউমার খুব সহজেই ভালো হয়।


আরও দেখুন: