সবার জন্য টিকা নিশ্চিতে জাতিসংঘের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।
করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সকলের টিকা প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
একই সঙ্গে জনগণের কল্যাণে বিনামূল্যে টিকা প্রদানের ঘোষণা দেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান বলে ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে সম্প্রতি জি-৭ শীর্ষ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তার প্রয়াসের কথা উল্লেখ করেন, যেখানে তিনি বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা সম্পর্কে বলেছিলেন।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির স্থাপন করার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা বিশ্ব ভুলবে না।
রোহিঙ্গা বিষয়ে অব্যাহতভাবে মনোযোগ দেওয়ার জন্য গুতেরেসকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন।
তিনি আরও বলেন, এটা হতাশাজনক যে অনেক প্রভাবশালী দেশ মিয়ানমারের সঙ্গে তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করেছে। অথচ তারা প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নিয়োগ লাভের জন্য জাতিসংঘ মহাসচিবকে অভিনন্দন জানান এবং মহাসচিব হিসেবে তার প্রথম মেয়াদে জাতিসংঘের নেতৃত্বের প্রশংসা করেন।