বঙ্গভ্যাক্স আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেনি: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-16 04:39:55
বঙ্গভ্যাক্স আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করেনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন

ট্রায়ালের জন্য আন্তর্জাতিক প্রটোকল করা দরকার তার অনুসরণ করেনি গ্লোব বায়োটের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। তাই তাদের ট্রায়ালের অনুমতি দেয়া হয়নি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বঙ্গভ্যাক্স ট্রায়ালের জন্য আন্তর্জাতিক যে প্রটোকল রয়েছে তা অনুসরণ করেনি। তাই তাদের অনুমতি দেয়া হয়নি। সব প্রক্রিয়া শেষ করার পরই বঙ্গভ্যাক্স হিউম্যান ট্রায়ালের অনুমতি পেতে পারে।

তিনি বলেন, চুক্তিভঙ্গের কারণে চীন থেকে কেনা টিকা পেতে দেরি হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের হাতে টিকার ১১ লাখ ডোজ রয়েছে। এগুলো দিয়ে ৫ লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। আমরা দ্বিতীয় ডোজ হাতে রেখে টিকা দিতে চাই।’

তিনি বলেন, ‘আগস্ট মাসে ১০ লাখ টিকা কোভ্যাক্স থেকে আমরা পাব। সেই চিঠি আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে।’

তবে, এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানান।

চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, ‘আমাদেরকে এখনো ওরা (চীন) জানায়নি। আশা করছি এই মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা 

কিছু করার ছিল, তা শেষ। আর রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজকে হয়তো তারা সিদ্ধান্ত দিবেন, কবে (টিকা) দেবে, কী পরিমাণ দেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকার বিষয়ে নতুন কিছু জানতে পারেননি তারা। তবে যোগাযোগ অব্যাহত রয়েছে।


আরও দেখুন: