চিকিৎসক নেবে ঢাকা শিশু হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-16 00:21:04
চিকিৎসক নেবে ঢাকা শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল

শূন্য পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিশু হাসপাতাল। আগ্রহী চিকিৎসকদের ৩০ জুনের মধ্যে ডাকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম সহকারী অধ্যাপক / জুনিয়র কনসালটেন্ট।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।

প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত বা নিবন্ধিত মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েটসহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি / এফসিপিএস / এফআরসিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

২. পদের নাম রেজিস্টার (সিটি সার্জারি)।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৭। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।

প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমএস হতে হবে। অথবা এফসিপিএস / এফআরসিএস অথবা কার্ডিয়াক সার্জারিতে সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

৩. পদের নাম রেজিস্টার (শিশু কার্ডিয়াক অ্যানেসথেসিয়া)।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৭। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।

প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল গ্র্যাজুয়েটসহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি / এফসিপিএস / এফআরসিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। শিশু কার্ডিয়াক অ্যানেসথেসিয়ায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

৪. পদের নাম আবাসিক মেডিকেল অফিসার।

পদের সংখ্যা ৩টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।

প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে। শিশু অ্যানেসথেসিয়া বিভাগে ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। যেকোনো স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত ছাত্র / ছাত্রীদের আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্রের সাথে পরিচালক, ঢাকা শিশু হাসপাতালের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার বাংলাদেশে অবস্থিত যেকোনো সিডিউল ব্যাংকের শাখা হতে সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।


আরও দেখুন: