সর্বাত্মক লকডাউন হচ্ছে টাঙ্গাইলের ঝুঁকিপূর্ণ তিন উপজেলা
টাঙ্গাইল জেলা
টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘোষণায় বলা হয়েছে সংক্রমণের গতি অব্যাহত থাকলে ১৯ জুন থেকে জেলার উচ্চঝুঁকিপূর্ণ তিন উপজেলাকে সর্বাত্মক লকডাউনের আওতায় আনা হবে। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তিন উপজেলা হলো টাঙ্গাইল সদর, মির্জাপুর ও কালিহাতী।
সভায় বলা হয়েছে, এসব উপজেলার সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলার ভ্রাম্যমাণ আদালত তৎপরতা অব্যাহত থাকবে। পাশাপাশি মাইকিং করে করোনার ভয়াবহতা সম্পর্কে প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফ উদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, জেলার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।