রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ দালাল গ্রেফতার

ডক্টর টিভি রিপোর্ট
2021-06-13 14:38:46
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ দালাল গ্রেফতার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে দালাল চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ ।

রোববার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোরশেদ আলম (২৪), মিজানুর রহমান (৩৫), আশরাফুল ইসলাম (৩২), আপন কুমার (২৩), উজ্জ্বল রায় (২৪), রিফাতুল ইসলাম (২১), কমল রায় (২৩), মাহবুব আলম (৩৪), উত্তম কুমার (২৩) ও মাসুদ শাহ (২৭)।

স্থানীয়রা জানান, দালালদের উত্পাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এ হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীরা। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তত্পরতায় গত এক বছরে দালাল চক্রের দুই শতাধিক সদস্য গ্রেফতার হলেও এ উত্পাত কমছে না। এমন অভিযোগ ভুক্তভোগীদের।

হাসপাতালে রোববার দালাল চক্রের ১০ সদস্য গ্রেফতার বিষয়ে মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, অপরাধীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ফি আদায়, রোগী বহনের ট্রলির জন্য অবৈধ ফি আদায়, বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহের নামে প্রতারণা করাসহ নানা কায়দায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের নিঃস্ব করে আসছে। আমরা এসব প্রতারক-দালালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

দালালদের দৌরাত্মে রোগীরা অসহায়: শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মায়ের চিকিত্সার জন্য হাসপাতালে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোটভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম। এ সময় নির্ধারিত ভর্তি ফি ৩০ টাকার স্থলে তাদের কাছে ১০০ টাকা নেন হাসপাতালের কর্মচারীরা। রিয়াদ এ টাকার রশিদ চাইলে তাকে মারধর করেন তারা। রিয়াদকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন রাশেদ। বর্তমানে দুই ভাই ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিত্সাধীন আছেন। রিয়াদ বলেন, আমি বাম কানে কিছুই শুনতে পাচ্ছি না। ডাক্তার বলেছেন, কানের পর্দা ফেটে গেছে। আমার ছোট ভাইয়ের ডান হাত ভেঙেছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম রোববার বিকালে সাংবাদিকদের জানান, হাসপাতালের সহকারী পরিচালক মোস্তফা জামান চৌধুরীকে প্রধান করে শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসাবে আছেন সার্জারি বিভাগের গোলাম ফারুক, জরুরি বিভাগের ইনচার্জ আবুল হাসান ও ওয়ার্ড মাস্টার মাহমুদ হাসান। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আরও দেখুন: