যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডোজ টিকা দিচ্ছে ফাইজার

ডক্টর টিভি ডেস্ক
2021-06-10 16:40:16
যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডোজ টিকা দিচ্ছে ফাইজার

যুক্তরাষ্ট্র এই টিকাগুলো ৯২টি স্বল্প আয়ের দেশ ও আফ্রিকান ইউনিয়নকে দেবে।

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক দরিদ্র দেশগুলোকে দান হিসাবে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে কোভিড টিকার ৫০ কোটি ডোজ সরবরাহে সম্মত হয়েছে।

ওই দুই ওষুধ কোম্পানি ২০২১ সালের মধ্যে ২০ কোটি ডোজ এবং আগামী বছরের প্রথম ৬ মাসের মধ্যে বাকি ৩০ কোটি ডোজ টিকা দেবে।

এরপর যুক্তরাষ্ট্র এই টিকাগুলো ৯২টি স্বল্প আয়ের দেশ ও আফ্রিকান ইউনিয়নকে দেবে। ফাইজার ও বায়োএনটেক বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

ফাইজারের এসব টিকা যুক্তরাষ্ট্রের উৎপাদন কেন্দ্রে বানানো হবে এবং অলাভজনক মূল্যে সরবরাহ করা হবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবের্ত বুরলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বজুড়ে বিভিন্ন দরিদ্র দেশে যত দ্রুত সম্ভব কোটি কোটি ডোজ টিকা পাঠাতে সহায়ক হবে’।

এসব ডোজের মধ্যে প্রথম ২০ কোটি ডোজ সরবরাহ চলতি বছরের আগস্ট থেকে শুরু হবে, চলবে পুরো বছরজুড়ে। বাকি ৩০ কোটি ডোজ আগামী বছরের জানুয়ারি থেকে জুনের শেষ নাগাদ সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।


আরও দেখুন: