ঢাকায় পৌঁছালো ১শ’ ভেন্টিলেটরসহ যুক্তরাষ্ট্রের করোনা সহায়তা
মার্কিন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৭ জুন) রাতে এসব চিকিৎসা উপকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে মার্কিন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
ভেন্টিলেটর ছাড়াও ওই চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে- পিপিই, কেএন-৯৫ সার্জিকেল মাস্ক, ফেস শিল্ড বা মুখের বর্ম, হ্যাজমেট স্যুট, পুরো শরীর ঢাকার গাউন, মেডিকেল-গ্রেড, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিকেল গ্লাভস, মেডিকেল গগলস।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের (এনসিডিসি) লাইন ডিরেক্টর ও স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।
এর আগে ৫ জুন করোনার চিকিৎসা ও সুরক্ষা সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির কথা জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশের পথে কোভিড-১৯ মোকাবিলার জরুরি উপকরণ। যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি বাংলাদেশ’র মাধ্যমে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।
ছবি সংযুক্ত করে ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইসলাম ট্রাভিস বিমান বাহিনী ঘাঁটিতে বাংলাদেশে প্রেরণের জন্য বোঝাই হওয়া কোভিড-১৯ মহামারীতে জীবনরক্ষাকারী জরুরী সামগ্রী প্রত্যক্ষ করেছেন।
সেক্রেটারি অব ডিফেন্স লয়েড অস্টিন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিকে আমি অতি মূল্যবান বলে মনে করি। আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত।’