সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হবে ঢামেকের আধুনিকায়নও

মোকাররম হোসাইন
2021-06-03 09:52:34
সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়, হবে ঢামেকের আধুনিকায়নও

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এজন্য স্বাস্থ্য শিক্ষার ব্যাপক পরিবর্তন এসেছে।’

মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজশাহী চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রমও চলছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার-১৮ অনুসারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল আধুনিকায়ন ও সম্প্রসারণ এর কাজ চলছে।’

সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সকল জেলা সদর হাসপাতালে নেফ্রলজি কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজও চলছে বলে জানান তিনি।

এছাড়া শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, শেখ লুৎফর রহমান কলেজ, গোপালগঞ্জ স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।


আরও দেখুন: