স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী ১০০ কোটি টাকা

ফখরুল ইসলাম
2021-06-03 08:11:25
স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী ১০০ কোটি টাকা

বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকা

কোভিড ১৯ মোকাবিলায় ইতিমধ্যে প্রায় দুইশ চিকিৎসক-নার্স প্রাণ হারিয়েছেন। আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকাই বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

২০২০-২০২১ অর্থবছরেও বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু বরাদ্দের মাত্র ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে চলতি অর্থবছরে।

গত বছরের ৮ মার্চ থেকে দেশে করোনা সংক্রমণ শুরুর পর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মাঠ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত ও মৃত্য হয়। এই অবস্থায় তাদের জন্য সরকার চলতি অর্থবছরের বাজেটে ৭৫০ কোটি টাকা বরাদ্দ দেয়। এ বরাদ্দ থেকে গত এপ্রিল পর্যন্ত মাত্র ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে। আক্রান্তদের জন্য সরকার বিশেষ সম্মানী দেয়ার কথা বললেও বর্তমানে দেয়া হচ্ছে শুধু মাত্র কোভিড সংক্রমণে যাদের মৃত্যু হয়েছে।


আরও দেখুন: