স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী ১০০ কোটি টাকা
বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকা
কোভিড ১৯ মোকাবিলায় ইতিমধ্যে প্রায় দুইশ চিকিৎসক-নার্স প্রাণ হারিয়েছেন। আগামী ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকাই বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
২০২০-২০২১ অর্থবছরেও বিশেষ সম্মানীর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু বরাদ্দের মাত্র ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে চলতি অর্থবছরে।
গত বছরের ৮ মার্চ থেকে দেশে করোনা সংক্রমণ শুরুর পর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মাঠ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত ও মৃত্য হয়। এই অবস্থায় তাদের জন্য সরকার চলতি অর্থবছরের বাজেটে ৭৫০ কোটি টাকা বরাদ্দ দেয়। এ বরাদ্দ থেকে গত এপ্রিল পর্যন্ত মাত্র ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে। আক্রান্তদের জন্য সরকার বিশেষ সম্মানী দেয়ার কথা বললেও বর্তমানে দেয়া হচ্ছে শুধু মাত্র কোভিড সংক্রমণে যাদের মৃত্যু হয়েছে।