করোনা: বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্য সেবায় জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা রাখা হচ্ছে
স্বাস্থ্য সেবায় জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা রাখা হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রীর বলেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। এজন্য দেশের সব নাগরিককে বিনামূল্য টিকার আওতায় আনবে সরকার।
জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার। সে কারণে ২০২১-২২ অর্থবছরে জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ইতিমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক ৩ হাজার কোটি টাকা ৭০০ কোটি টাকা, টিকা সংগ্রহে চলতি অর্থবছরে ঋণ দিয়েছে। কোভিড-১৯ সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় বিশ্বে বিনামূল্যে টিকা প্রদানকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ।