সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য কৌশলপত্র-প্রণয়ন

মোকাররাম হোসাইন
2021-06-03 05:46:22
সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য কৌশলপত্র-প্রণয়ন

৩০ এপ্রিল পর্যন্ত সরকারি হিসেবে মোট ২০ হাজার ৯৩১ জনকে সেবা দিয়েছে সরকার।

২০৩০ সালের মধ্যে দেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে ‘স্বাস্থ্যখাতে অর্থায়নের কৌশলপত্র: ২০১২-২০৩২ প্রণয়ন করেছে সরকার। এই কৌশলপত্রের আলোকে দারিদ্রসীমার নিচে বসবাস কারীদের চিকিৎসা সেবায় অর্থায়ণ কৌশলের অংশ হিসেবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) ।

দরিদ্র জনগোষ্ঠির হাসপাতালভিত্তিক সেবা গ্রহনে পকেট থেকে ব্যয় কমানো সহ আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণ ও রোগিদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষায় এই পাইলট প্রকল্প শুরু করা হয়েছে বলে জানা গেছে।

২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৩ মেয়াদে পরিচালিত  এই কর্মসূচির আওতায় কার্ডধারি প্রতিটি পরিবার হাসপাতালের আন্তঃবিভাগে সেবা গ্রহণকালে ৭৮টি রোগের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় ঔষুধ পাবেন বিনামূল্যে।

চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ৮১ হাজার ৬১৯ পরিবারের মোট ২০ হাজার ৯৩১ জনকে সেবা দিয়েছে সরকার। এই সেবা কার্যক্রম ক্রমান্বয়ে বাড়ানো হবে বলেও জানা গেছে।  


আরও দেখুন: