নিউরোলজিক্যাল ও মানসিক রোগীদের করোনার টিকা নিয়ে ওয়েবিনার
আজ রাত সাড়ে ৯ টায় ওয়েবিনার অনুষ্ঠিত হবে
নিউরোলজিক্যাল (স্নায়ুগত) ও মানসিকভাবে অসুস্থ রোগীদের করোনার টিকা কখন, কীভাবে দেওয়া হবে তা নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠেয় এই ওয়েবিনারে দেশের স্বনামধন্য নিউরোলজিস্ট ও সাইক্রিয়েটিস্টরা অংশ নেবেন।
এতে চেয়ারপারসন হিসেবে থাকছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। কো-চেয়ারপারসন থাকছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
ওয়েবিনারটি সঞ্চালনা করবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক এসএম জহিরুল চৌধুরী।
এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চের সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান ও ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিয়াজ মাহমুদ।
প্যানেল অব এক্সপার্ট হিসেবে থাকবেন অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক ফিরোজ আহম্মদ কোরাইশি, অধ্যাপক মো. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক মো. বদরুল আলম, অধ্যাপক এম মোহিত কামাল।
চিকিৎসকরা এ ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারবেন। ওয়েবিনারটি আয়োজন করেছে স্যানোফি।