ডা. মোহাম্মদ মোর্তজার নামে ঢাবি চিকিৎসা কেন্দ্র
শহীদ বুদ্ধিজীবী, শিক্ষক ও কর্মকর্তার নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন বা স্থাপনা নামকরণের রেওয়াজ রয়েছে।
শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চিকিৎসা কেন্দ্রের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ২৪ মে সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের এই নামকরণের সিদ্ধান্ত হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী আল-বদর সদস্যরা দেশের অনেক বুদ্ধিজীবীর মত ডা. মোর্তজাকেও বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বাসভবন থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবী, শিক্ষক ও কর্মকর্তার নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন বা স্থাপনা নামকরণের রেওয়াজ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের নাম ‘শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসা কেন্দ্র’ রাখার সিদ্ধান্ত হলো।