উচ্চশিক্ষার জন্য প্রেষণ ও শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকদের ৩ নির্দেশনা

অনলাইন ডেস্ক
2021-05-25 09:17:49
উচ্চশিক্ষার জন্য প্রেষণ ও শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকদের ৩ নির্দেশনা

উচ্চশিক্ষার জন্য প্রেষণ/শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকদের বিষয়ে তিন নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য প্রেষণ/শিক্ষাছুটিতে থাকা চিকিৎসকদের বিষয়ে তিন নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে এ কথা বলা হয়। নির্দেশনাগুলো হলো-

ক. কোভিড-১৯ মহামারী প্রতিরোধে লকডাউন বা অন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাকালীন চলমান শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলে এবং প্রতিষ্ঠানটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হলে শিক্ষার্থীগণ উক্ত হাসপাতালে কোভিড চিকিৎসাসেবা প্রদান করবেন।

খ. প্রতিষ্ঠানটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল না হলে স্বাস্থ্য অধিদপ্তর অন্যান্য হাসপাতালের চাহিদার নিরিখে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পদায়ন করবে।

গ. যে সকল চিকিৎসকের অনুকূলে প্রেষণ/শিক্ষাছুটির আদেশ জারি করা হয়েছে কিন্তু কোর্সের শিক্ষাকার্যক্রম শুরু হয়নি, সে সকল চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবায় নিয়োজিত হবেন।


আরও দেখুন: