করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

ডক্টর টিভি রিপোর্ট
2021-05-23 01:33:44
করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

ফাইল ছবি

বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় ৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা)-এর সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। 

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন। 

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, ‘বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই অঞ্চলটি নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এই মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া ও আমাদের অংশীদারেরা বাংলাদেশের সঙ্গে রয়েছে।’

এ তিনি জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বাংলাদেশকে এ সহায়তা দিচ্ছেন। 

এই তহবিল সরবরাহ করা হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস-এর (আইএফআরসি) মাধ্যমে। এই অর্থ অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে ও বিতরণ করতে ব্যবহার করা হবে।
 
এর আগে গত বছর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, কোভিড-১৯ সচেতনতা প্রচারণা এবং জরুরি খাদ্য ও আয় সহায়তার জন্য ৫.৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি টাকা) দেওয়া হয়েছিল।


আরও দেখুন: