সাংবাদিক রোজিনা হেনস্তা: স্বাস্থ্যের ৬ কর্মকর্তার বদলি স্থগিত

অনলাইন ডেস্ক
2021-05-21 02:47:53
সাংবাদিক রোজিনা হেনস্তা: স্বাস্থ্যের ৬ কর্মকর্তার বদলি স্থগিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৬ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করা হয়েছে। গত ১৭ মে এক অফিস আদেশে তাদের বদলির নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার (২০ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৭ মে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. শিব্বির আহমেদ ওসমানীসহ ছয় কর্মকর্তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়।

মো. শিব্বির আহমেদ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলার বাদী।

গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখার পর ওইদিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা দায়ের করা হয়।

গতকাল বৃহস্পতিবার তার জামিন আবেদনের শুনানি শেষে আগামী রবিবার জামিন আদেশের দিন ধার্য করা হয়েছে।


আরও দেখুন: