আরও ৩ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত
ভারত থেকে ফিরে যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আরও তিনজনের নমুনায় করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে।
মঙ্গলবার যশোর জিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাব থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও অপরজন নারী। নারীর বয়স ২৭ বছর। পুরুষ দুজনের বয়স ৬১ ও ৩৭ বছর।
গত ১২ মে যশোর সদর হাসপাতাল থেকে দুজনের এবং ১৬ মে নড়াইল থেকে একজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
জানা গেছে, ভারতফেরত যাত্রী হওয়ায় তাদের করোনার ধরন শনাক্তের পরীক্ষা করা হয়। তাদের নমুনায় ভারতীয় ধরন বি ১.৬১৭.২–এর অস্তিত্ব পাওয়া গেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, আজ তিনজনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এর আগে আরও দুজনের শরীরে একই ধরন শনাক্ত হয়।
ইতোমধ্যে বিশ্বের অন্তত ৪৪টি দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ধরনটি ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
করোনার এ ধরনটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এ ধরনটিই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।