বরিশাল-পটুয়াখালীতে শতামেক ছাত্রলীগের স্যালাইন বিতরণ
দেশের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে ছড়িয়ে পড়েছে কলেরা। প্রাদুর্ভাবে সংকট দেখা দিয়েছে জীবন রক্ষাকারী 'কলেরা স্যালাইন' এর। কখনো পাওয়া গেলেও সিন্ডিকেটের দুষ্টচক্রে ৮৫ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে এক থেকে দেড় হাজার টাকায়।
স্যালাইনের এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) শাখা ছাত্রলীগের নেতা প্রদীপ্ত সাক্ষর জয়।
বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের মাঝে বুধবার মোট ৫০০ লিটার কলেরা স্যালাইন বিতরণ করেন তিনি।
ডক্টর টিভিকে প্রদীপ্ত বলেন, ‘সংকটকালে সদা সোচ্চার ছিলো বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ এই কলেরা স্যালাইন। দেশরত্ন শেখ হাসিনার এই উপহার অত্র অঞ্চলের সকল কলেরা পীড়িত মানুষের জন্যে।’
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শংকর এ উদ্যোগের প্রসংসা করে বলেন, দেশে যখনই কোনো বিপত্তি এসেছে, তখনই এগিয়ে এসেছে তরুণরা। তরুণ ছাত্রনেতা প্রদীপ্তের এই উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলার কলেরা স্যালাইন এর ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।