ভারতের ধরন আসলে দেশে পরিস্থিতি আরো খারাপ হবে
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলছেন, যদি ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
শনিবার (২৪ এপ্রিল) দুপরে বিএসএমএমইউয়ের নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই আগের তুলনায় এখন বেশি আক্রান্ত হচ্ছে। দেশে আফ্রিকান ধরণে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি।
তিনি আরও বলেন, বর্তমান ভারতের ডাবল ভ্যারিয়েন্টের সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই ভারতের এই ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে।
ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে সেজন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আহবান জানিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।