আজও মৃত্যু ৮৮ জনের, আক্রান্ত ৩ হাজার ৬২৯
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৩ হাজার ৬২৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্য দিয়ে নয় দিন পর দেশে মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামল। আর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চার হাজারের নিচে নামল চার দিন পর।
এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছাল। মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।
এসময় সুস্থ্য হয়েছেন ৫ হাজার ২২৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গতবছর ৮ মার্চ। এবং এই শনাক্ত সাত লাখ ছাড়িযে যায় গত ১৪ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
আরও দেখুন:
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- করোনাভাইরাসে-আক্রান্তদের