চিকিৎসকদের হয়রানি কোনোভাবেই কাম্য নয়: স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক
2021-04-19 06:31:12
চিকিৎসকদের হয়রানি কোনোভাবেই কাম্য নয়: স্বাস্থ্য অধিদফতর

জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে কর্মস্থলে যাতায়াতে সার্বিক সহযোগিতা করার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিজেদের কাজে যাতায়াতের সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শনের পরেও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসকরা তা কোনোভাবেই কাম্য নয়।

গত ১৪ এপ্রিল এ বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও তার আওতাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ জনসাধারনের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা দেয়ার জন্য চিকিৎসক, নার্সসহ অন্যান্য সকল স্বাস্থ্য কর্মীদের লকডাউন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেবা কার্যক্রমে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক পারিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করতে হবে।

জরুরি স্বাস্থ্য সেবা কাজে বাইরে বের হওয়ায় চিকিৎসকদের হয়রানির শিকার হওয়ার প্রেক্ষিতে ওই বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


আরও দেখুন: