উপসর্গ নেই খালেদার, চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা: বিএনপি

ডক্টর টিভি রিপোর্ট
2021-04-11 08:52:24
উপসর্গ নেই খালেদার, চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা: বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দলটি।

রবিবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানান।

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) আইসিডিডিআর,বিতে তার (খালেদা জিয়া) নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে যেটা পেয়েছি, সেই টেস্ট রিপোর্টটা পজেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

খালেদা জিয়া ভালো আছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তার কোনো টেম্পারেচার (জ্বর) নেই, অন্য কোনো উপসর্গও তার নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ইতোমধ্যে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই- তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তারা দেশের অত্যন্ত বরণ্যে চিকিৎসক। তাদের তত্ত্বাবধায়নে আছেন এবং তিনি ভালো আছেন।’

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিপ্তরের করোনাভাইরাসের ল্যাবরেটরি রিপোর্ট সূত্রে বিএনপি চেয়ারপারসনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে আসে। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন তখন বিষয়টি অস্বীকার করেন।

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ লেখাসমূহ

 করোনার ‘বাংলাদেশি ধরনের’ ইঙ্গিত

টিকা নেওয়ার পর আক্রান্তদের করোনার তীব্রতা কম

সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলল ভারত

দ্বিতীয় ঢেউয়ে নতুন ৩ উপসর্গ, কী করবেন

টিকা নেওয়ার আগে-পরে কী খাবেন

বেসরকারিভাবে টিকা আমদানির সুপারিশ জাতীয় কমিটির


আরও দেখুন: