কয়েকদিনের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ
ফাইল ছবিমদস,দত;দ/ত’’জ.;.পডt.ly/E4hB
আগামী কয়েকদিনের মধ্যেই মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে। বর্তমান করোনাভাইরাস মহামারীতে আইসিইউসহ হাসপাতালের আনুষাঙ্গিক সেবার মান বাড়াতে দ্রুত তাদের নিয়োগ দেয়া হবে।
শুক্রবার বিকালে ডক্টর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. ফরিদ হোসেন মিঞা।
করোনা মোকাবেলায় আইসিইউ সিট বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, করোনার প্রথম ওয়েবে আমরা মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়েছি। এবারও তাদের নেয়া হবে। তাদের নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাদের নেয়ার ক্ষেত্রে ফাইনাল প্রসিডিউর পর্যায়ে রয়েছে। দুই একদিনের মধ্যেই তাদের ফলাফল প্রকাশ হবে।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
মেডিকেল টেকনোলজিস্টের পাঁচটি বিষয়ে এক হাজার ৯৩২ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদে এক হাজার ২৯ জন, রেডিওগ্রাফিতে ৩৭১ জন, ডেন্টালে ২৪৬ জন, ফিজিওথেরাপিতে ২৩০ জন এবং রেডিওথেরাপিতে ৫৬ জন উত্তীর্ণ হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা নেয়া হয়। রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছরের ১২ ডিসেম্বরে রাজধানী ঢাকার ৯টি কেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩ হাজার ৫২২ জন প্রার্থী ওই পরীক্ষায় অংশ নেন।