বেসরকারিভাবে টিকা আমদানির সুপারিশ জাতীয় কমিটির
বেসরকারিভাবে টিকা আমদানি করে টিকাদানের ফের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত ৩০তম সভায় এ সুপারিশ করা হয়।
শুক্রবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বলেছে, ‘ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম যুক্তরাজ্যে ফলপ্রসূ হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশেও টিকা কর্মসূচি সফল করার লক্ষ্যে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি করে টিকাদানের সুপারিশ পুনরায় করা হলো।’
সভায় বিদেশগামী যাত্রী ও বিদেশে অভিবাসী কর্মজীবীদের পরীক্ষা বেসরকারি পরীক্ষাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়।
হাসপাতালের রোগী ভর্তির বাড়তি চাপ থাকায় অতি দ্রুত আরও সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলেও মনে করে জাতীয় পরামর্শক কমিটি।
এছাড়া অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনার ক্রমবর্ধমাণ সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না বলে সভায় মতামত ব্যক্ত করা হয়। এতে বিশেষ করে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি (পৌর) এলাকায় পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করা হয়।
করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ লেখাসমূহ
► করোনার ‘বাংলাদেশি ধরনের’ ইঙ্গিত
►টিকা নেওয়ার পর আক্রান্তদের করোনার তীব্রতা কম
►সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলল ভারত