ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে শুরু টিকার দ্বিতীয় ডোজ

অনলাইন ডেস্ক
2021-04-08 03:23:04
ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে শুরু টিকার দ্বিতীয় ডোজ

ছবি : সংগৃহীত

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে, যেটি উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

গত ৭ ফেব্রুয়ারি থেকে টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছিল। দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজের জন্য গত ৫ এপ্রিল থেকে এসএমএস পাঠানো শুরু হয়। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে এসএমএস না গেলেও সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে আগের কার্ড দেখিয়ে টিকা নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক জানান, প্রথম ডোজের জন্য নিবন্ধন করেও যারা বিভিন্ন কারণে নিতে পারেননি। তারা এলে টিকা দেওয়া হবে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত প্রথম ডোজ চলবে।


আরও দেখুন: