করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যসচিব
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
শুক্রবার দুপুরে তিনি রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার করোনা পরীক্ষার পর স্বাস্থ্যসেবা সচিবের রিপোর্ট পজিটিভ আসে। সচিবের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তার ছেলে এবং ব্যক্তিগত সহকারীও (পিএস)।
আবদুল মান্নান গত ২৮ জানুয়ারি করোনার প্রথম ডোজের টিকা নিয়েছিলেন।
এর আগে গত বছরের ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে তার স্ত্রী কামরুন নাহার মারা যান।
এদিকে টিকা নেওয়ার প্রায় দুই মাস পর করোনা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।
এছাড়া সপ্তাহ দুয়েক আগে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।