চতুর্থ দিনে স্বাস্থ্য সচেতনতা নিয়ে দুই বই প্রকাশ
২১ মার্চ ২০২১ (রবিবার) অমর একুশে বইমেলা ২০২১-এর চতুর্থ দিন। মেলায় আজ নতুন বই এসেছে ৮১টি। তারমধ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে বই এসেছে দুইটি। একটি ‘সুস্থতার ব্যকরণ’ আর অন্যটি হলো ‘করোনাতঙ্কে করণীয়’। বই দুটি সম্পাদনা করেছেন রাজিব আহমেদ। পাওয়া যাবে বই মেলার ১৩ নম্বর প্যাভিলিয়ন শোভা প্রকাশে।
‘সুস্থতার ব্যকরণ’ বইটির প্রকাশকাল এ বছরের ফেব্রুয়ারি মাসে। যার মূল্য ধরা হয়েছে ২৭৫টাকা। ‘করোনাতঙ্কে করণীয়’ বইটি প্রকাশিত হয়েছে গত বছরের জুলাইয়ে। এটির মূল্য নির্ধারন করা হয়েছে ৩০০ টাকা।
২২ মার্চ ২০২১ (সোমবার) অমর একুশে বইমেলার পঞ্চম দিন। মেলা চলবে বিকেল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারেক রেজা। আলোচনায় অংশগ্রহণ করবেন নাসির আহমেদ, খালেদ হোসাইন এবং মিনার মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি অসীম সাহা।
আরও দেখুন:
- ডক্টর-টিভি
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- বইমেলা
- অমর-একুশে-বইমেলা-২০২১
- স্বাস্থ্য-সচেতনতা