যেসব শর্তে বাংলাদেশে আসছে রাশিয়ার ভ্যাকসিন

ডক্টর টিভি রিপোর্ট
2021-01-29 04:04:58
যেসব শর্তে বাংলাদেশে আসছে রাশিয়ার ভ্যাকসিন

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’আমদানিতে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে এজন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক মেজন জেনারেল মো. মাহবুব রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন আমদানির জন্য শর্তসাপেক্ষে অনাপত্তিসূচক সনদপত্র প্রদান করা হলো।

শর্তগুলো হলো-১. আমদানীকৃত ভ্যাকসিনটি শুকুমাত্র রূপপুর নিউক্লিয়ার প্লান্ট পোজেক্ট পাবনায় কর্মরত রাশিয়া, বেলারুশ, ইউক্রেনের নাগরিকদের প্রয়োগ করতে হবে।
২. ইস্যুকৃত এ এনওসি ইস্যুর তারিখ হতে পরবর্তী ছয় মাস বলবৎ থাকবে।
৩.ভ্যাকসিনটি ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে অত্র অধিদপ্তর দায়ী থাকবে না। রাশিয়ান স্টেট অটোমিক ইর্মাজেন্সি করপোরেশনের ওপর এর সকল দায়িত্ব ন্যস্ত থাকবে।


আরও দেখুন: