দেশে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে সকালে
ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকালে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য জানান।
আগামী ২৬ বা ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, শুরুতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ২৫ জনকে দিয়ে ভ্যাকসিনের উদ্বোধন হবে। এরপর রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেলসহ ৪ হাসপাতালে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এসব হাসপাতালের মোট ৪ থেকে ৫ শ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে করোনার টিকা দেয়া শুরু হবে। এভাবে প্রথম মাসে ৬০ লাখ ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
সচিব জানান, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি দেশে পৌঁছাবে।
আরও দেখুন:
- ডক্টর-টিভি
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- ভারত-থেকে-উপহার
- ২০-লাখ-ডোজ-ভ্যাকসিন
- প্রধানমন্ত্রীর-কার্যালয়ে-সংবাদ-সম্মেলন
- স্বাস্থ্য-সচিব-আবদুল-মান্নান
- ভ্যাকসিন-কার্যক্রম-উদ্বোধন
- রাজধানীর-কুর্মিটোলা-হাসপাতাল
- রাজধানীর-ঢ