জানুয়ারিতেই দেশে আসছে ৫০ লাখ করোনার টিকা

মোকাররম হোসাইন
2021-01-11 09:39:08
জানুয়ারিতেই দেশে আসছে ৫০ লাখ করোনার টিকা

বহুল প্রতিক্ষিত করোনার টিকা নিয়ে সুসংবাদ দিলো স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের ২৫ তারিখের মধ্যে দেশে আসছে করোনার টিকা।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম জানান, ’’করোনার টিকা দেশে আসার এক সপ্তাহের মধ্যে তা প্রয়োগ শুরু করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ২৬ জানুযারি থেকে টিকা কার্যক্রমের প্রথম ধাপে  শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথম দফায় দেয়া হবে অর্ধকোটি ডোজ টিকা। ’’

অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, ’’আগামী ২১-২৫ জানুয়ারির মধ্যে ভারত থেকে দেশে আসবে সেরাম ইনস্টিটি্উটের টিকা। প্রথম দফায় দেশে আসবে ৫০ লাখ টিকা। দ্বিতীয় দফার টিকা আসার আগ পযর্ন্ত ২৫ লাখ করে দুই মাসে ব্যবহারের প্রস্তুতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লাখ ডোজই ব্যবহার করা হবে প্রথম মাসে। টিকা দেশে আসার ৭ দিনের মধ্যে শুরু হবে প্রয়োগের কাজ।’’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, বেক্সিমকো ফার্মার ভারত থেকে ২১-২৫ জানুয়ারির মধ্যে যে কোন দিন টিকা দেশে পৌঁছাবে৷  প্রথম দফায় আসা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীসহ  সম্মুখভাগের কোভিড যোদ্ধারা। এরমধ্যে সরকারি জরুরি কাজে নিয়োজিতদের পাশাপাশি রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরাও। গুরুত্ব দেয়া হবে বয়স্ক ব্যক্তিদেরও।

অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, সব ধরনের প্রস্তুতিই নেয়া হচ্ছে। বাকি সিদ্ধান্তগুলো নেয়া হবে টিকা হাতে পাওয়ার পর।

করোনার টিকা দেশে আসা নিয়ে সৃষ্ট ধ্রুমজাল কেটে যাওয়ার পর বেশ গতি পায় অন্যান্য কার্যক্রম। করোনার টিকা প্রয়োগ বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


আরও দেখুন: