দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-01-07 10:32:07
দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

সরকার দ্রুত করোনার টিকা দেশে আনার জন্য সব ধরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে পুরো বিশ্বই গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে রাখার ‘সর্বোচ্চ চেষ্টা’ করছে। “মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনও সংক্রমণ এবং মৃত্যু হার অনেক কম।”

শেখ হাসিনা বলেন, টিকা দেশে আসার পর পরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য-সহ সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।”

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তিনি বলেন, ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তা খুলে দেওয়া হবে।

মহামারীর অভিঘাতে বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিও পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে  বিভিন্ন নীতি-সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করছে সরকার বলেন তিনি। 

“আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাব’ আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। 

করোনাভাইরাসের ‘অমানিশা’ দ্রুত কেটে যাবে, এই প্রত্যাশা রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও দেখুন: