মাত্র ১ টাকায় চিকিৎসা দিবে বিদ্যানন্দ হাসপাতাল
চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাত্র ১ টাকায় চিকিৎসা দিবে এই হাসপাতাল। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামবাসীর জন্য বিনিময় প্রথায় এই সেবার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ নিজের কাছে থাকা যে কোনও জিনিসের বিনিময়ে সেবা নিতে পারবেন সাধারণ মানুষ।
বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, প্রস্তাবিত ৫০ শয্যার এ হাসপাতালে থাকবে ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড এবং ১ শয্যার ডেন্টাল ইউনিট। এছাড়াও মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে প্রত্যাশা তাদের।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ - সেবার সেই ব্রত নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এর আগে নগরীর পতেঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করে সংগঠনটি।
আরও দেখুন:
- ডক্টর-টিভি
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- চট্টগ্রাম-নগরীর-সাগরিকা-এলাকা
- বিদ্যানন্দ-ফাউন্ডেশন
- মাত্র-১-টাকায়-চিকিৎসা-দিবেন-বিদ্যানন্দ-হাসপাতাল