বিএসএমএমইউতে সাত চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে সাত চিকিৎসককে এবং সহযোগী অধ্যাপক পদে এক চিকিৎসককে আবেদনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নিম্নের ছকে বর্ণিত স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের মোট আট জন চিকিৎসককে তাদের নামের পাশে বর্ণিত পদে বিএসএমএমইউতে আবেদনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।
সহকারী অধ্যাপক অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন:শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডা. চন্দ্র শেখর কর্মকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অ্যানেসথেসিওলজি বিভাগের ডা. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. আসিফ মাহমুদ, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. হালিমা আক্তার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অ্যানেসথিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শারমীন আরা বেগম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. হোসাইন আল মাহমুদ এবং ইনডোর মেডিকেল অফিসার ডা. দেবাশিস দাস।
এছাড়া সহযোগী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকরী অধ্যাপক ডা. নাজনীন আকতারকে অনুমতি প্রদান করা হয়।