২৮তম বিসিএস স্বাস্থ্য ফোরামের নতুন কমিটি
২৮তম বিসিএস (স্বাস্থ্য) ফোরামের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি ডা. মোহাম্মদ মুরাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. সুমন কুমার সেন।
বুধবার (২৮ অক্টোবর) অনলাইন ভিত্তিক এই নির্বাচন ঢাকায় অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৭৪৫ জন বৈধ ক্যাডার অফিসারের মধ্যে ৫৪৯ জন ভোট প্রদান করেন। ভোটে গণতান্ত্রিক জয়বাংলা পরিষদ মনোনীত ডা. মোহাম্মদ মুরাদ ও ডা. সুমন প্যানেল ৫২০ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন।
প্রতিপক্ষ প্যানেল ১৩ ভোট পায় এবং ১৬টি ভোট অসম্পূর্ণ ভোট প্রদানের জন্য বাতিল হয়। ৬৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত এই কমিটি ২০২২ সাল পর্যন্ত সংগঠন পরিচালনা করবেন।
বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ডক্টর টিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. মুরাদুল ইসলাম বলেন, আমি আমার পক্ষে-বিপক্ষের সব ভোটারকে ধন্যবাদ জানাচ্ছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি,স্বাস্থ্যসেবা মানুষের দোর-গোঁড়ায় পৌঁছে দেয়া।
তিনি ২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের চলমান সমস্যা- সিলেকশন গ্রেড, সিনিয়র স্কেল, ডিপিসি ইত্যাদি নিয়ে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেছেন।