এপিএসএসের ফেলোশিপ পেল স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল

ডক্টর টিভি রিপোর্ট
2020-10-19 04:18:20
এপিএসএসের ফেলোশিপ পেল স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল

ছবি: সংগৃহীত

এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (এপিএসএস) কর্তৃক ফেলোশিপ সেন্টার হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল।

এপিএসএস হলো স্পাইন সার্জন এবং গবেষকদের জন্য একটি শিক্ষামূলক ও বৈজ্ঞানিক ফোরাম।

স্পাইন সার্জারি তথা মেরুদণ্ডের শল্য চিকিৎসায় বিজ্ঞান, শিল্প ও অনুশীলনকে এগিয়ে নেয়ার পাশাপাশি মেরুদণ্ডের সমস্যাজনিত রোগীদের সর্বোত্তম পেশাদারিত্ব প্রদানে মানদণ্ডকে এগিয়ে নেয়াই ফোরামটির মূল লক্ষ্য।

বাংলাদেশের প্রথম কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান এই সুনাম অর্জন করলো। এতে করে দেশি-বিদেশি স্পাইন সার্জনদের জন্য ট্রেনিং এর নতুন দ্বার উন্মোচিত হলো বলে অনেক চিকিৎসক অভিমত দিচ্ছেন।

হাসপাতালটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসারত হক এবং দেশবরেণ্য স্পাইন ও অর্থোপেডিক্স সার্জন প্রফেসর ডা. মো. শাহ আলম এপিএসএস কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি, বাংলাদেশ স্পাইন সোসাইটি, সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস এবং বিভিন্ন স্তরের চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা রক্ষায় সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনাও করেছেন তারা।


আরও দেখুন: