'১০জনে একজন করোনায় আক্রান্ত'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো
সারাবিশ্বে মরণঘাতি করোনা ভাইরাসে এপর্যন্ত ৮০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা প্রতি ১০ জনের একজন হতেপারে। এখবর মঙ্গলবার বৃট্রিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানিয়েছেন- সারাবিশ্বে কমপক্ষে ৩ কোটি ৫০ লাখ মানুষ নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিষয়ক ইমার্জেন্সি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ানের হিসাবে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ হিসেবে প্রতি ১০ জনের মধ্যে একজনের করোনা সংক্রমণ হয়েছে। এই অবস্থা দেশ ও এলাকাভেদে ভিন্ন। বয়সের হিসেবেও ভিন্ন হতে পারে।
বিশ্বের বিভিন্ন স্থানে সংক্রমণের সংখ্যায় তারতম্য আছে বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। তিনি বলেন, যদিও সব দেশই করোনায় আক্রান্ত হয়েছে, তবু আমাদেরকে মনে রাখতে হবে যে, এটা হলো এক অসম মহামারী।